৫টি সেরা অ্যাডসেন্স ফ্রেন্ডলী ব্লগার টেমপ্লেট

ব্লগিং করে টাকা ইনকাম শুরু করার জন্য দরকার অ্যাডসেন্স ফ্রেন্ডলী ব্লগার টেমপ্লেট।আমি সেরা ৫টি ব্লগার টেমপ্লেট শেয়ার করেছি এই পোস্টে...
কেউ যদি আমাকে প্রশ্ন করে যে,ফ্রী ব্লগিং করার প্ল্যাটফর্ম কোনটি?তবে আমার উত্তর হবে, "Blogger" । Blogger প্লাটফর্মে আমরা যারা ব্লগিং করি ,তাদের ওয়েবসাইটের শুধু ডোমেইন ছাড়া অন্য কোনো খরচ লাগে না।ডোমেইন প্রতি বছর রিনিউ করতে হয়।এটুকুই ব্যয় প্রতি বছর।কিন্তু ব্লগার থেকে যেসব টেমপ্লেট ফ্রী দেয় সেগুলো তত সুন্দর না হওয়ায় অনেকেই তাদের ব্লগার ব্লগার জন্য সেরা ফ্রি ব্লগার থিম খুঁজে থাকেন।যেগুলো তাদের ব্লগার ব্লগে ব্যবহার করে প্রিমিয়াম লুক দিতে পারবেন।

আপনি যদি আপনার ব্লগার ব্লগের জন্য সেরা ফ্রি ব্লগার টেমপ্লেট খুঁজে থাকেন,তবে সঠিক জায়গায় এসেছেন।আজকের এই পোস্টে আমি ৫টি বেস্ট ব্লগার টেমপ্লেট শেয়ার করবো।ব্লগার টেমপ্লেট গুলোর ফিচার গুলো আমি নিচে উল্লেখ করলাম
  • SEO Friendly Blogger Template
  • Responsive Blogger Template
  • Adsense Friendly Blogger Template
  • Fast Loading Blogger Template
আমরা সাধারণত ব্লগিং করে থাকি টাকা ইনকাম করার জন্য।মুনাফা ছাড়া কেউ কোনো কাজ করতে চায় না।তেমনি যদি ব্লগ থেকে কোনো মুনাফা না আসে,তবে তেমন কেউ ই আজীবন নিজের টাকা এবং সময় নষ্ট করে ব্লগিং করবে না।আর আমাদের ব্লগ থেকে টাকা ইনকাম করার অন্যতম মাধ্যম হলো গুগল অ্যাডসেন্স।গুগল অ্যাডসেন্স আমাদের ব্লগে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আমাদের ইনকাম করার সুযোগ দিয়ে থাকে।কিন্তু এখন এই গুগল অ্যাডসেন্স পাওয়া একটু কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।আপনার ব্লগার ব্লগ যদি SEO Friendly এবং Responsive না হয়ে থাকে,তবে Google Adsense পাওয়া একটু কষ্টকর হয়ে যাবে।

তাই ব্লগিং শুরু করার প্রথমেই আমাদের প্রয়োজন একটি SEO Friendly Responsive Blogger Template । যেটি আমরা আমাদের ব্লগার ব্লগে ব্যবহার করে অ্যাডসেন্স এপ্রুভাল পেতে পারি এবং ব্লগিং করে ইনকাম করতে পারি।আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে যে ৫ টি সেরা ফ্রি ব্লগার থিম শেয়ার করবো,সেগুলো আপনাকে দ্রুত অ্যাডসেন্স এপ্রুভাল পেতে সাহায্য করবে।

এসইও ফ্রেন্ডলী ব্লগার টেমপ্লেট কি?

যারা নতুন ব্লগিং শুরু করেছেন,তারা নিশ্চয়ই শুনে এসেছেন গুগল অ্যাডসেন্স এপ্রুভাল পেতে SEO Friendly Blogger Template দরকার।আপনি কি জানেন,এসইও ফ্রেন্ডলী ব্লগার টেমপ্লেট কি?যদি না জেনে থাকেন,তবে আপনাকে শর্টকাটে বুঝিয়ে দেই।যেসব টেমপ্লেট কোনো ধরনের ইরর ছাড়া কোডিং করা,ইউজার ফ্রেন্ডলি অর্থাৎ ভিজিটর এবং সার্চ ইঞ্জিন বট ক্রল করার সময় যেনো সহজেই বুঝতে পারে,SEO Optimize করা অর্থাৎ সার্চ ইঞ্জিনে যেনো ব্লগার ওয়েবসাইট র‌্যাঙ্ক করে সেভাবে সাজানো,দ্রুত লোড হয় সেগুলোকে SEO Friendly Blogger Template (এসইও ফ্রেন্ডলী ব্লগার টেমপ্লেট) বলা হয়।

৫ টি সেরা ফ্রি ব্লগার টেমপ্লেট

5 Best SEO Friendly Blogger Templates
5 Best SEO Friendly Blogger Templates

নিচে আমি 5 Best Blogger Template শেয়ার করবো।এই টেমপ্লেট গুলো আপনি আপনার ব্লগার সাইটে ব্যবহার করলে আপনার সাইটের স্পীড অনেক ফাস্ট হবে এবং সার্চ ইঞ্জিনে আপনার ব্লগ অনেক ভালো পজিশনে র‌্যাঙ্ক করবে।তাছাড়া এই টেমপ্লেট গুলো ব্যবহার করলে আপনি সহজেই অ্যাডসেন্স এপ্রুভাল পেয়ে যাবেন।ফলে ব্লগিং করে টাকা ইনকাম করতে পারবেন এবং দ্রুত সফলতা অর্জন করতে পারবেন।

1. Median UI Premium Blogger Template

Median UI Premium Blogger Template
Median UI Premium Blogger Template

Median UI ব্লগার টেমপ্লেটটি UI Dashboard Idea এর উপর ভিত্তি করে বানিয়েছে এর ডেভেলপার Jagodesain । Median UI ব্লগার টেমপ্লেট টি দেখতে ওয়ার্ডপ্রেস থিমগুলোর মত।ব্লগারের জন্য আগে এমন ডিজাইনের টেমপ্লেট দেখা যায়নি। Jagodesain এই টেমপ্লেটটি এত সুন্দর ভাবে ডিজাইন করেছে যে আপনি দেখে মুগ্ধ হয়ে যাবেন।Median UI Premium Blogger Template টি অনেক ফাস্ট এবং রেসপন্সিভ। Median UI SEO Friendly Responsive Blogger Template টি আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে ব্যবহার করলে আপনার ব্লগার ওয়েবসাইট অনেক দ্রুত গুগল সার্চ ইঞ্জিনে র‌্যাঙ্ক করবে।

আপনি যদি সেরা ব্লগার টেমপ্লেট খুঁজে থাকেন তবে এই টেমপ্লেটটি আপনার জন্য বেস্ট হবে বলে আমি মনে করি।আজকের এই পোস্ট ৫ টি সেরা ফ্রি ব্লগার থিম এর মাঝে Median UI একটি।আপনি সহজেই এই টেমপ্লেটটি কাস্টোমাইজ করতে পারবেন ব্লগারের লেয়াউট অপশন থেকে।আপনি যদি নির্দিষ্ট কোনো নিশ নিয়ে ব্লগিং করে থাকেন,যেমন: নিউজ,টেকনোলজি,শিক্ষা ইত্যাদি তবে Median UI থিমটি আপনার ব্লগার সাইটের জন্য একদম মানানসই।এই টেমপ্লেটটিতে আপনি পাবেন মোবাইল মেনু,স্লাইডার ইমেজ,সুন্দর সাইড মেনু,পিন পোস্ট,ফুটার ইত্যাদি।

2. Fletro Pro SEO Friendly Blogger Template

Fletro Pro Premium Blogger Template
Fletro Pro Premium Blogger Template

Fletro Pro ব্লগার টেমপ্লেটটির ডিজাইনার Jagodesain । Jagodesain এর Median UI টেমপ্লেটটির মত এই Fletro Pro টেমপ্লেটটিও UI Dashboard Idea এর উপর ভিত্তি করে বানানো।এটিতে আপনি পাবেন স্ক্রল মেনু যা হেডার এর নিচে থাকে,রয়েছে সুন্দর সাইড মেনু,স্লাইডার ইমেজ,অসাধারণ একটি ফুটার এবং পিন পোস্ট ফিচার।আপনি যদি Adsense Friendly Blogger Template খুঁজে থাকেন,তবে এই টেমপ্লেটটি আপনাকে অ্যাডসেন্স পেতে সাহায্য করবে।তাছাড়াও এই টেমপ্লেট এসইও ফ্রেন্ডলী।যদি প্রশ্ন করেন এই থিমের স্পীড কেমন?তবে আমি বলবো এটির স্পীড আপনি সর্বদা ৯৫ এর উপরে পাবেন।যা অনেক টেমপ্লেটে দেখা যায় না।

সেরা অ্যাডসেন্স ফ্রেন্ডলী ব্লগার টেমপ্লেট গুলোর মাঝে Fletro Pro একটি।Fletro Pro Premium Blogger Template টি মিনিমালিস্টিক ডিজাইন করা যা আপনার কিংবা আপনার ওয়েবসাইটের ভিজিটরদের মুগ্ধ করবে। ফ্রী ব্লগার থিমের মাঝে Fletro Pro থিমটিকে আমার কাছে সেরা মনে হয়।এই টেমপ্লেটটিও আপনি ব্লগারের লেয়াউট থেকে সহজেই কাস্টোমাইজ করতে পারবেন।চাইলে অ্যাডভান্স ভাবে কাস্টোমাইজ করতে পারবেন Edit HTML অপশন থেকে।

3. Imagz Premium Blogger Template

Imagz Premium Blogger Template
Imagz Premium Blogger Template

Median UI এবং Fletro Pro ব্লগার টেমপ্লেট এর মত Imagz Premium Blogger Template টির ডিজাইনারও Jagodesain । তারা মূলত ৩টি প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট ডিজাইন করেছেন।যেগুলো সব UI Dashboard Idea এর উপর ভিত্তি করে বানানো।Imagz Blogger Template টির বিশেষ দিক হলো এটির Landing Page । আপনি যদি আপনার ব্লগের জন্য Landing Page Blogger Template খুঁজে থাকেন তবে আমি বলবো এই টেমপ্লেটটি আপনার ব্যবহার করে দেখা উচিত।কারণ আপনি এই টেমপ্লেটটিতে ল্যান্ডিং পেজ ফিচার পাশাপাশি সুন্দর সাইড মেনু,অসাধারণ ডিজাইনের ফুটার,পিন পোস্ট,এবং অপশনাল একটি সাইড মেনু পাবেন।

এসইও ফ্রেন্ডলী এবং অ্যাডসেন্স ফ্রেন্ডলী ব্লগার টেমপ্লেট এর মাঝে Imagz Landing Page Theme টি বেস্ট।আশা করি আপনি বেস্ট ব্লগার টেমপ্লেট এর সন্ধান পেয়ে গেছেন।

4. Jettheme Newspaper Blogger Template

Jettheme Premium Blogger Template
Jettheme Premium Blogger Template

অনেক নতুন ব্লগার ই ব্লগিং শুরু করার সময় Jettheme Blogger Template টি ব্যবহার করে থাকেন।এই টেমপ্লেটটি অনেক ফাস্ট লোড হয় এবং অনেক ব্লগাররাই এই টেমপ্লেট ব্যবহার করে ব্লগিং করে টাকা ইনকাম করতেছেন। এসইও ফ্রেন্ডলী ব্লগার টেমপ্লেট এর মাঝে Jettheme একটি।তবে আমি আজকে যে টেমপ্লেটটি শেয়ার করবো সেটি Jettheme এর প্রো ভার্সন।Jettheme একটি ফ্রী ব্লগার টেমপ্লেট।কিন্তু Jettheme এর প্রো ভার্সন Jettheme Newspaper Blogger Template টি কিনে নিয়ে ইউজ করতে হয়।তবে আপনি চাইলে এটি ফ্রীতেও পেয়ে যাবেন।

অ্যাডসেন্স এপ্রুভাল ব্লগার টেমপ্লেট গুলোর মাঝে Jettheme Newspaper থিমটি অন্যতম।Jettheme Newspaper থিমে আপনি পাবেন ম্যানুয়াল স্লাইডার ইমেজ ফিচার সহ ক্যাটাগরি ইমেজ ফিচার এবং স্টাইলিশ ফুটার।এটি আপনি যেকোনো ধরনের ব্লগে ব্যবহার করতে পারবেন।

5. LiteSpot Premium Blogger Template

LiteSpot Premium Blogger Template
LiteSpot Premium Blogger Template

প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট গুলোর মাঝে LiteSpot Premium Theme অন্যতম।এই ব্লগার থিম এ আপনি পাবেন ব্রেকিং পোস্ট টিকার, গ্রিড স্টাইল পোস্ট,ক্যাটাগরি পোস্ট ফিচার,সুন্দর একটি ফুটার এবং আরো অনেক ফিচার।আপনি যদি নিউজ নিশ নিয়ে ব্লগিং করেন,তবে LiteSpot Blogger Theme টি ব্যবহার করতে পারেন।এই টেমপ্লেটটি নিউজ এবং টেকনোলজি নিশ এর জন্য পারফেক্ট।তবে আপনি যেকোনো নিশে এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। LiteSpot Blogger Template এর ডেভেলপার Templateify । যারা ইতোমধ্যে অনেক সুন্দর ব্লগার টেমপ্লেট তৈরি করেছেন।

আপনি যদি Best Blogger Template খুঁজে থাকেন,তবে LiteSpot Blogger Template টি একবার ব্যবহার করে দেখতে পারেন,এটিতে আপনি সহজেই গুগল অ্যাডসেন্স এপ্রুভাল পেয়ে যাবেন এবং এই টেমপ্লেটটি এসইও ফ্রেন্ডলী রেসপনসিভ টেমপ্লেট।

আমাদের শেষ কথা

আশা করি আজকের এই পোস্টটি আপনার অনেক কাজে আসবে।আপনি হয়তো ইতোমধ্যে সেরা ৫টি ব্লগার টেমপ্লেট এর সন্ধান পেয়ে গেছেন। এখান থেকে যেকোনো একটি থিম নিয়ে আপনি ব্লগিং করে টাকা ইনকাম করতে পারবেন।ব্লগিং টিউটোরিয়াল পেতে আমাদের এই ব্লগটি নিয়মিত ভিজিট করতে ভুলবেন না।আজকের মত এতটুকুই।আল্লাহ হাফেজ।
Hey there! I'm Farhan, a Web Designer, Graphic Designer as well as a Content Creator. I love to Redesign and create interesting things.

4 comments

  1. ভাই আপনার ব্যবহার কথা থীম টা দেওয়া যাবে।প্লিজ
    1. আসসালামু আলাইকুম।ধন্যবাদ মন্তব্য করার জন্য।আমি এটি Median Ui 1.6 থেকে মডিফাই করে ব্যবহার করতেছি।আপনি Median Ui থিমটি চাইলে আমি দিতে পারি,কিন্তু আমার কাস্টোমাইজ করা থিমটি দিতে পারবো না।দুঃখিত।
    2. আমাকে দিবেন প্লিজ
  2. Bro mujhe aapke blog ka template chahiye txt format me
© Blogpen. All rights reserved. Developed by Templates