![]() |
How to Add Google News Widget in Blogger |
ব্লগার ওয়েবসাইটে কিভাবে গুগল নিউজ উইজেট যুক্ত করবো?
ব্লগার প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা অনেকেই ব্লগিং করে থাকি।ব্লগার একটি ফ্রি প্ল্যাটফর্ম যেখানে অনেকেই বিগিনার হিসেবে ব্লগিং শুরু করে থাকে।ব্লগার ব্যবহার করে আমরা ইনকাম করতে পারি। এজন্য আমাদের কোনো প্রকার টাকা পয়সা খরচ না করলেও হবে।কিন্তু প্রফেশনাল ভাবে ব্লগিং করতে হলে একটি টপ লেভেল ডোমেইন নেয়া উচিত।ব্লগার প্ল্যাটফর্ম এ আমরা যারা ব্লগিং করি,তারা অনেকেই আমাদের ব্লগার ওয়েবসাইটে গুগল নিউজ উইজেট যুক্ত করতে চাই।
আজকের পোস্টে আমি দেখাবো,কিভাবে সহজেই আমাদের ব্লগার ওয়েবসাইটে গুগল নিউজ উইজেট অ্যাড করতে পারি।এটা করতে অনেক বেশি পরিমাণে কোডিং জানা লাগবে না।আপনি যদি নতুন ব্লগিং ও শুরু করে থাকেন,তবু আমার দেখানো স্টেপগুলো ফলো করলে সহজেই আপনার ব্লগে Google News Widget যুক্ত করতে পারবেন।
গুগল নিউজ কি?
গুগল নিউজ হলো গুগলের একটা সার্ভিস।যেখানে নিউজ ওয়েবসাইট গুলোর পাবলিশ করা নিউজ থাকে।আপনারা হয়তো গুগলে কোনো কিছু সার্চ করার পর News নামে কোনো ক্যাটাগরি দেখেছেন।যেখানে শুধু নিউজ আর্টিকেল গুলো থাকে।যেমন কোনো কিছু সার্চ করার পর Photo সেকশনে শুধু ইমেজ পাওয়া যায়।তেমনি গুগল নিউজ এ পাবলিশ হওয়া নিউজ গুলো News সেকশনে পাওয়া যায়।নিচে একটি স্ক্রীনশট দিলাম গুগল নিউজ এ পাবলিশ হওয়া নিউজ ক্যাটাগরি এর।
![]() |
Google News Widget in Blogger |
গুগল নিউজ এর উপকারিতা কি?
গুগল নিউজ এ আমরা আমাদের ওয়েবসাইট যুক্ত করলে আমাদের ওয়েবসাইটের পোস্ট গুলো দ্রুত গুগলে ইনডেক্স হয়ে যাবে।এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার গুগল নিউজ এর।আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসে সাধারণত গুগল সার্চ থেকে এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে সেখান থেকে ভিজিটর আসে।কিন্তু গুগল নিউজ এ আমাদের ওয়েবসাইট যুক্ত করলে গুগল নিউজ থেকেও আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসবে।অনেকেই গুগল নিউজ ব্যবহার করে নিউজ পড়ে থাকে।তাই আমাদের ওয়েবসাইটে গুগল সার্চ এর বাইরে থেকে ভিজিটর পাওয়ার অন্যতম মাধ্যম এই গুগল নিউজ।
গুগল নিউজ উইজেট এর প্রয়োজনীয়তা কি কি?
গুগল নিউজ এ আমাদের ওয়েবসাইট যুক্ত করলে সেখানে থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসা শুরু করবে।পাশাপাশি যাদের কাছে আমাদের ওয়েবসাইট এর গুগল নিউজ পাবলিকেশন ভালো লাগবে তারা ফলো করে রাখবে পরবর্তীতে আমাদের ওয়েবসাইটের পোস্ট পাওয়ার জন্য।আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের ভিজিটর দের জন্য আমাদের গুগল নিউজ পাবলিকেশন ফলো করার গুগল নিউজ উইজেট যুক্ত করতে পারি।এতে করে আমাদের ওয়েবসাইটের ভিজিটর আমাদের পাবলিকেশন ফলো করে রাখলে,তারাও আমাদের পাবলিকেশন থেকে পাবলিশ হওয়া নিউজ পড়তে পারবে।
ব্লগারে গুগল নিউজ উইজেট যুক্ত করার নিয়ম :
আপনারা হয়তো অনেকেই গুগল সার্চ দিয়ে থাকেন, কিভাবে ব্লগারে গুগলে নিউজ উইজেট যুক্ত করবো , অথবা How to Add Google News Widget in Blogger । আপনাদের জন্য আজকের এই পোস্ট।নিচে দেখানো স্টেপগুলো ভালো ভাবে ফলো করলে আশা করি আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে গুগল নিউজ উইজেট যুক্ত করতে পারবেন।
Step 1 : ব্লগারে google news widget যুক্ত করার জন্য আপনাকে প্রথমে আপনার ব্লগার ড্যাশবোর্ড এ যেতে হবে।
Step 2 : তারপর যে ব্লগে গুগল নিউজ উইজেট যুক্ত করতে চান সেই ব্লগ সিলেক্ট করে Layout সেকশনে যাবেন।
Step 3 : Layout থেকে Sidebar / Side Widget এ Add Gadgets এ ক্লিক করে HTML/JavaScript সিলেক্ট করুন।
Step 4 : এখন আপনার পছন্দ মত একটি টাইটেল দিন।
Step 5 : তারপর কনটেন্ট সেকশনে নিচে দেয়া কোডগুলো পেস্ট করে দিন।
<style>.rss-name { color: #212529; color: var(--text-black);}.rss-img { display: block; flex-shrink: 0; height: 4rem; margin: 1rem; width: 4rem; border-radius: 4px; overflow: hidden; position: relative; transition: box-shadow .2s cubic-bezier(0.4,0,0.2,1) 0s; -webkit-box-shadow: 0 1px 5px 0 rgba(0,0,0,0.16), 0 1px 2px 0 rgba(0,0,0,0.26); box-shadow: 0 1px 5px 0 rgba(0,0,0,0.16), 0 1px 2px 0 rgba(0,0,0,0.26);}.rss-follow { margin-top: 5px; color: #137333; font-size: 14px;}.rss-a { border: 1px solid #dadce0; border-radius: .5rem; margin-bottom: 10px;}.flex-align1{display:-webkit-flex;display:-ms-flexbox;display:flex;-webkit-align-items:center;-ms-flex-align:center;align-items:center}</style><h3><span>Google News</span></h3> <div class='rss-a'><a aria-label='Blogpen.xyz' class='flex-align1' href='https://news.google.com/publications/CAAqBwgKMKScwgswxrfZAw' rel='noopener' title='Blogpen.xyz'><div class='rss-img'><img alt='Blogpen.xyz' class=' lazyloaded' data-src='https://1.bp.blogspot.com/-FnHtUEguvcw/XuL8lJZttgI/AAAAAAAAD30/1iaFkA5CKLYhCbl7R1wjboMOYIIrhmluACK4BGAsYHg/d/google-news.png' height='64' loading='lazy' src='https://1.bp.blogspot.com/-FnHtUEguvcw/XuL8lJZttgI/AAAAAAAAD30/1iaFkA5CKLYhCbl7R1wjboMOYIIrhmluACK4BGAsYHg/d/google-news.png' width='64'/></div><div><div class='rss-name'><span>Blogpen.xyz</span></div><div class='rss-follow'><span>Live</span><span> 0 Followers</span></div></div></a></div>
Important
উপরের দেয়া কোডগুলোতে আমার পাবলিশার লিংক এর সাথে আপনার পাবলিশার লিংক রিপ্লেস করে দিন।এবং আপনার গুগল নিউজ এর পাবলিশার একাউন্ট এর নাম রিপ্লেস করে দিন।
উপরের দেয়া কোডগুলোতে আমার পাবলিশার লিংক এর সাথে আপনার পাবলিশার লিংক রিপ্লেস করে দিন।এবং আপনার গুগল নিউজ এর পাবলিশার একাউন্ট এর নাম রিপ্লেস করে দিন।
Step 6 : তারপর উইজেট টি সেভ করে দিন।
উপসংহার
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করেছি,কিভাবে ব্লগারে গুগল নিউজ উইজেট যুক্ত করা যায়।আপনি যদি এই পোস্টটি থেকে উপকৃত হন তবে অবশ্যই আমাদের Blogpen ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখবেন।কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।নিত্যনতুন ব্লগিং টিপস পেতে প্রতিনিয়ত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।আল্লাহ হাফেজ।