মোবাইলে ভিডিও এডিট করার সেরা অ্যাপস
![]() |
Top 10 Video Editing Android Apps |
আমরা যারা ইউটিউবিং করি এবং যারা ইউটিউবিং করি না , আমাদের সকলেরই প্রায়শই বিভিন্ন ভিডিও এডিট করার প্রয়োজন পড়ে।যেকোনো ডিভাইসের জন্যই ভিডিও এডিটিং অনেক ভারী একটি কাজ।কম্পিউটারে ভিডিও এডিটিং করার জন্য র্যাম এবং স্পেসিফিকেশন এর জটিলতায় ভুগতে হয়।সেখানে আমাদের মোবাইলে সুন্দর ভাবে চলবে এমন ভালো ভিডিও এডিটিং অ্যাপস খুঁজে পাওয়া দুষ্কর।
আপনি যদি ইউটিউবিং করেন,তবে হয়তো আপনাকে অনেক ভিডিও এডিট করতে হয়।অনেকে মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকে।তাদের জন্য মোবাইলে সাপোর্ট করে এবং সব ধরনের ভিডিও এডিট করা যাবে সঙ্গে এইচডি ভিডিও কোয়ালিটি আউটপুট দিবে এমন ভিডিও এডিটর অনেক গুরুত্বপূর্ণ।আমি আজকে শেয়ার করবো মোবাইলে ভিডিও এডিট করার সেরা অ্যাপ।
মোবাইলে ভিডিও এডিট করার সেরা ১০ অ্যাপস
নিম্নে আমি সেরা ১০টি মোবাইলে ভিডিও এডিট করার অ্যাপস শেয়ার করবো।যেগুলো ব্যবহার করে আপনি সব ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন।রয়েছে অসংখ্য সব ফিল্টার, ট্রানজিসন ইফেক্ট,ভিডিও ক্রপ,সাবটাইটেল অ্যাড করার অপশন, ক্রোমা কি সহ অসংখ্য সব ফিচার।
1. Kinemaster - Video Editor
![]() |
Kinemaster Video Editing Android Apps |
মোবাইলের জন্য বেস্ট ভিডিও এডিটর অ্যাপস বলা হয়ে থাকে Kinemaster কে।আমরা যারা টুকিটাকি ভিডিও এডিট করে থাকি ইউটিউব চ্যানেল কিংবা আমাদের নিত্যপ্রয়োজনিয় কাজের জন্য তারা প্রায় সবাই জানি মানে যে কাইনমাস্টার মোবাইলে ভিডিও এডিট করার সেরা সফটওয়্যার।
kinemaster - Video Editor অ্যাপের মাঝে আপনি যেকোনো ভিডিও এডিট করার জন্য সব ধরনের ফিল্টার, সাধারণ ভিডিও এডিটিং ফিচার যেমন : ভিডিও কাট,ভিডিও ট্রিম,সহ অ্যাডভান্স ভিডিও এডিটিং এর ফিচার যেমন : ভিডিও লেয়ারিং, সব ধরনের ফিচার পাবেন এই অ্যাপের ভিতর।Kinemaster Video Editor অ্যাপটি জনপ্রিয় হওয়ার আরেক কারণ হচ্ছে এর Chroma Key ফিচারটির জন্য।এই ফিচার আপনাকে যেকোনো গ্রীন স্ক্রীন ভিডিও এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেকোনো ছবি কিংবা ভিডিও অ্যাড করার সুবিধা দিবে।যদিওবা এটি কম্পিউটার এর মত তত শক্তিশালী ভিডিও এডিটর নয় তবে মোবাইলের জন্য সবথেকে ভালো ভিডিও এডিটর এটি।
Kinemaster অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করা হয়েছে ১০০ মিলিয়ন + বার।তবে আমার জানা মতে এই অ্যাপটি গুগল প্লে স্টোর এর বাইরে থেকে,অর্থাৎ অন্যান্য সোর্স থেকে ইন্সটল হয়েছে আরো অনেক বার।এটির রেটিং রয়েছে ৪.৫* যা ৫.২৭ মিলিয়ন মানুষ রেটিং দিয়েছে।
2. FilmoraGo Video Editor & Maker
![]() |
FilmoraGo Video Editor & Maker |
আপনি যদি কম্পিউটারের মত মোবাইল দিয়ে প্রো ভাবে ভিডিও এডিটিং করতে চান তবে FilmoraGo Video Editor & Maker অ্যাপটি আপনার জন্য।এই অ্যাপ দিয়ে আপনি যেকোনো ধরনের ভিডিও এডিট করতে পারবেন এবং আপনার এডিট করা ভিডিও সেভ করতে পারবেন এইচডি রেজুলেশনে। FilmoraGo Video Editor & Maker তে আপনি পাবেন অসংখ্য ফিচার।যেমন : ভিডিও ট্রিম, ভিডিও কাট,বিভিন্ন কালার ফিল্টার,নেই কোনো ওয়াটারমার্ক , ইত্যাদি।
ওয়েবশেয়ার এর FilmoraGo ভিডিও এডিটিং এপসটি বিনামূল্যে অনেক ভিডিও এডিটিং ফিচার প্রদান করছে। যা অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যার পেইড সাবস্ক্রিপশন এর বিনিময়ে দিয়ে থাকে।যেকোনো ধরনের রিভার্স ভিডিও,ইনস্টাগ্রাম এর জন্য রিল ভিডিও,ইউটিউব এর জন্য ১৬:৯ রেশিও এর ভিডিও বানাতে পারবেন অনেক সহজে।আপনি চাইলে এই অ্যাপ এর প্রিমিয়াম ফিচারগুলো সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করতে পারেন।
FilmoraGo Video Editor & Maker অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল হয়েছে ৫০ মিলিয়ন + এবং রেটিং রয়েছে ৪.৮*।
3. PowerDirector - Video Editor
![]() |
PowerDirector - Video Editor |
PowerDirector মোবাইলের জন্য সেরা একটি ভিডিও এডিটর।ভিডিও এডিট করার জন্য প্রায় সব ধরনের ফিচার পাবেন এই অ্যাপ এর ভিতর।এই অ্যাপটিতে আপনি অন্যান্য সকল ভিডিও এডিটর অ্যাপস এর মত সব ধরনের ফিচার পাবেন।আপনার ফোনের স্ক্রীন যদি একটু বড় হয়,তবে PowerDirector ভিডিও এডিটিং সফটওয়্যারটি ব্যবহার করে আপনি সন্তুষ্ট হবে।এই অ্যাপের সাহায্যে আপনি যেকোনো ইউটিউব ভিডিও,ইনস্টাগ্রাম রিল,ফেসবুক ভিডিও,ইউটিউব শর্টস সহ সব ধরনের ভিডিও এডিট করতে পারবেন এবং ভিডিও বানাতে পারবেন।সাথে পাবেন কলেজ ভিডিও মেকার।যেটি অনেক দুর্দান্ত একটি ফিচার।
PowerDirector অ্যাপটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন।এই অ্যাপ এখন পর্যন্ত প্রায় ১০০ মিলিয়ন + ইন্সটল হয়েছে। রেটিং রয়েছে ৪.৪* যা এখন অব্দি প্রায় ১ মিলিয়ন + মানুষ রিভিউ করেছে।
এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল হয়েছে ১০০ মিলিয়ন বারের বেশি।প্রায় ১ মিলিয়ন মানুষ এই অ্যাপকে রেটিং দিয়েছে যা এখন অব্দি ৪.৪*।
4. Inshot - Video Editor & Maker
![]() |
Inshot - Video Editor & Maker |
Inshot ভিডিও এডিটর অ্যাপটি আমি পার্সোনালি ব্যবহার করে থাকি।এটির ইন্টারফেস একদম সিম্পল।আপনি যদি ভিডিও এডিটিং এ তেমন দক্ষ না হয়ে থাকেন,তবু এই অ্যাপটি আপনাকে যেকোনো ধরনের ভিডিও এডিট করতে সাহায্য করবে।ইউজার ইন্টারফেস সুন্দর হওয়ায় আপনার কোনো সমস্যা হবে না ভিডিও এডিট করতে। Inshot Video Editor App দিয়ে আপনি যেকোনো ভিডিও কাট, ভিডিও ক্রপ, ভিডিও ট্রিম, অসংখ্য সব ফিল্টার, ইফেক্ট , ফ্রেম যুক্ত করতে পারবেন ভিডিও তে।
এই ভিডিও এডিটর অ্যাপটি দিয়ে আপনি ছবিও এডিট করতে পারবেন।এটি এই অ্যাপের একটি প্লাস পয়েন্ট।Inshot ভিডিও এডিটর এপসটি গুগল প্লে স্টোরে ইন্সটল হয়েছে ৫০০ মিলিয়ন + । রেটিং দিয়েছে ১৬ মিলিয়ন + মানুষ। এই অ্যাপটির বর্তমান রেটিং ৪.৮*। তাই আপনার ভিডিও এডিট করার জন্য এই অ্যাপটি পছন্দ হবে বলে আমি মনে করি।
5. VivaVideo - Video Editor & Maker
![]() |
VivaVideo - Video Editor&Maker |
অন্যান্য সকল ভিডিও এডিটিং সফটওয়্যার এর মত VivaVideo অ্যাপটিতে আপনি সিম্পল ভাবে ভিডিও এডিট করার জন্য সকল ধরনের ফিচার পাবেন।রয়েছে ছবি দিয়ে ভিডিও বানানোর ফিচার।ছবির সাথে গান যুক্ত করে ভিডিও বানাতে পারবেন VivaVideo অ্যাপ দিয়ে।এছাড়াও পাবেন আরো অনেক ফিচার।ভিডিও কাট,ট্রিম,ক্রপ করা সহ আরও অনেক ফিচার পাবেন এতে।
VivaVideo অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে সহজেই আপনার মোবাইলের জন্য ইন্সটল করতে পারবেন।এটি এখন অব্দি ইন্সটল হয়েছে ৫০০ মিলিয়ন + এবং রেটিং রয়েছে ৪.৮*।
আমাদের শেষ কথা
This Post is gonna be updated!
আজকের এই পোস্টে আমি মোবাইল দিয়ে ভিডিও এডিট করার সেরা অ্যাপস শেয়ার করেছি।যেগুলো দিয়ে আপনি সহজেই সব ধরনের ভিডিও এডিট করতে পারবেন।এর মাঝে সবগুলো অ্যাপ ফ্রী ব্যবহার করতে পারবেন তবে চাইলে এদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে প্রিমিয়াম ফিচার উপভোগ করতে পারবেন।আশা করি Best Video Editing Apps for Android পোস্টটি আপনার উপকারে এসেছে।যদি কোনো সমস্যা হয় তবে কমেন্ট করে জানাবেন।ধন্যবাদ।