ভিপিএন কি? অথবা VPN কি? ভিপিএন শব্দটি আগে শুনেছেন?হয়তো শুনে থাকবেন।ভিপিএন (VPN) এর পূর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক(Virtual Private Network)।অর্থাৎ আপনি যদি কোনো পাবলিক নেটওয়ার্কের অধীনে থাকেন,তবে ভিপিএন ব্যবহার করে উক্ত পাবলিক নেটওয়ার্ক কে প্রাইভেট নেটওয়ার্ক এ রূপান্তর করে আপনি আপনার কাজ করতে পারবেন।
একটি উদাহরণ দেই,আপনি বাংলাদেশে থেকে ভিপিএন কানেক্ট করে অন্য যেকোনো দেশের আইপি ব্যবহার করতে পারবেন।আইপি(IP) হলো আপনার নেটওয়ার্কের অ্যাড্রেস।আইপি অ্যাড্রেস দ্বারা কোনো ডিভাইসের অবস্থান জানা যায়।আপনার দেশে যদি কোনো ওয়েবসাইট ব্লক করা থাকে,সেগুলো আপনি ভিপিএন ব্যবহার করে বাইপাস করে ইউজ করতে পারবেন।ভিপিএন সেবা দেয় এমন অনেক কোম্পানি রয়েছে।কিছু কিছু ভিপিএন ফ্রী সেবা দিয়ে থাকে।আবার কিছু রয়েছে প্রিমিয়াম।যেগুলো ব্যবহার করতে আপনাকে অর্থ খরচ করতে হবে।
সেরা ভিপিএন অ্যাপ লিস্ট(Best VPN App List)
![]() |
Top 10 Best VPN App for Android and PC |
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো কয়েকটি বেস্ট ভিপিএন অ্যাপ।যেগুলো আপনি আপনার কম্পিউটার এবং মোবাইলে ইউজ করতে পারবেন।সেরা ১০ ভিপিএন অ্যাপ সম্পর্কে জানতে পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
1. Express VPN
Express VPN হলো ভিপিএন সেবা প্রোভাইডার দের মাঝে বেস্ট একটি ভিপিএন।যেটি আপনি আপনার মোবাইল কিংবা পিসি উভয় ডিভাইসে ব্যবহার করতে পারবেন।সেরা VPN অ্যাপ গুলোর মাঝে Express VPN বেস্ট একটি ভিপিএন।কারণ এতে পাবেন প্রায় সব দেশের আইপি লিস্ট।যেগুলোতে কানেক্ট করে আপনি সেসব দেশের আইপি ব্যবহার করে আপনার প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে পারবেন।তবে এক্সপ্রেস ভিপিএন ইউজ করতে আপনাকে এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে।
2. Nord VPN
আমাদের আজকের সেরা ভিপিএন লিস্ট এর মাঝে Nord VPN রয়েছে দ্বিতীয়তে।Nord VPN ব্যবহার করতে Express VPN এর মত প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে।এগুলোর ফ্রী কোনো সার্ভিস নেই।তাই এই ভিপিএন গুলোর সেবা নিতে চাইলে আপনাকে এর সাবস্ক্রিপশন কিনতে হবে।Nord VPN এ পাবেন এক্সপ্রেস ভিপিএন এর মত অনেক কান্ট্রি লিস্ট।আপনার ইচ্ছে মত যেকোনো দেশের আইপি ব্যবহার করতে পারবেন Nord VPN ইউজ করে।
3. Tunnel Bear VPN
সেটা ফ্রী ভিপিএন লিস্টের তৃতীয়তে রয়েছে Tunnel Bear VPN । আপনি যদি ফ্রী ভিপিএন খুঁজে থাকেন,তবে Tunnel Bear VPN হবে আপনার জন্য বেস্ট চয়েজ।কারণ,আপনি এটি ফ্রীতেই ব্যবহার করতে পারবেন।চাইলে এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।একটি ভিপিএন ব্যবহার করার মূল উদ্দেশ্য থাকে বিভিন্ন অনলাইন হ্যাকিং , ট্র্যাকিং থেকে নিজেকে সুরক্ষিত রাখা এবং কান্ট্রি ব্লক ওয়েবসাইট গুলো ব্যবহার করা।যেগুলো আপনি এই Tunnel Bear ইউজ করে অনেক সুন্দর ভাবেই করতে পারবেন।
4. Panda VPN
Panda VPN অন্যান্য ফ্রী ভিপিএন সেবা দেয় এমন ভিপিএন প্রোভাইডার দের মাঝে অন্যতম।Panda VPN ব্যবহার করে আপনি বিভিন্ন কান্ট্রি ব্লক ওয়েবসাইট ভিজিট করতে পারবেন,পাবলিক নেটওয়ার্কের অধীনে থেকেও প্রাইভেট নেটওয়ার্ক এর সুবিধা ভোগ করতে পারবেন।বিভিন্ন অনলাইন ট্র্যাকার থেকে নিজেকে সুরক্ষিত রাখতে Panda VPN হতে পারে আপনার একমাত্র চয়েস।তাছাড়া আপনি যদি ওয়াইফাই ইউজ হয়ে থাকেন,তবে Panda VPN ব্যবহার করে BDIX স্পীড বাইপাস করতে পারবেন।
Panda VPN ফ্রী ভিপিএন সেবা দেয়ার পাশাপাশি প্রিমিয়াম ভিপিএন সেবাও দিয়ে থাকে।আপনি চাইলে এর প্রিমিয়াম সেবা ব্যবহার করতে পারেন প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে।
5. Hotspot Shield VPN
আপনি যদি সেরা ফ্রী ভিপিএন খুঁজে থাকেন,তবে Hotspot shield VPN একমাত্র ভিপিএন যেটি আপনাকে অনলাইনে সুরক্ষিত রাখার পাশাপশি আপনাকে অনেক প্রিমিয়াম সেবা ফ্রীতেই ব্যবহার করতে দিবে।এর জন্য আপনাকে গুনতে হবে না কোনো টাকা।যেমন আপনি যদি পাবলিক ওয়াইফাই ইউজ করে থাকেন,তবে এটি আপনাকে যেকোনো ধরনের ট্র্যাকার থেকে রক্ষা করবে,https এনক্রিপশন সুবিধা দিবে,অ্যানোনিমাস ভাবে ওয়েব সার্ফ করার সুবিধা দিবে।
6. 1.1.1.1 VPN
1.1.1.1 VPN টি এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।এই ভিপিএন টি আপনি সাবস্ক্রিপশন না কিনেই ব্যবহার করতে পারবেন। 1.1.1.1 ভিপিএন টি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে ,এটি দিয়ে অনলাইন মাল্টি প্লেয়ার গেম গুলো অনেক লো পিং এ খেলা যায়।তাছাড়া বিভিন্ন ব্লক ওয়েবসাইট আনব্লক করার জন্যেও ভিপিএন টি ব্যবহার করা যায়।
This Post is gonna be updated!
আমাদের শেষ কথা
আজকের এই পোস্টে আমি best vpn app for android নিয়ে আলোচনা করেছি।আপনি হয়তো অনেকদিন যাবত সেরা ভিপিএন তালিকা খুঁজতেছেন।পোস্টের মাঝে কোনো ভুল থাকলে কমেন্ট করে জানাবেন।