Top 10 Free Antivirus Apps for Android

ম্যালওয়্যার এবং ভাইরাস থেকে আমাদের মোবাইল কিংবা কম্পিউটার সুরক্ষিত রাখার জন্য আমাদের প্রয়োজন পড়ে বেস্ট অ্যান্টিভাইরাস অ্যাপস।

সেরা ১০ টি মোবাইল এন্টিভাইরাস অ্যাপস

Top 10 Antivirus for Android
Top 10 Antivirus for Android

আপনি কি জানেন ভাইরাস কি?ভাইরাস মনে হলো জীবাণু। ভাইরাস আবার ২ ধরনের।একটি ভাইরাস হলো জীবদেহের ভাইরাস।অপরটি ইলেকট্রনিক ভাইরাস।মানবদেহে ভাইরাস আক্রান্ত হওয়ার কথা তো আমরা সবাই শুনেছি।কিন্তু আপনি কি জানেন,আপনার হাতে থাকা মোবাইল কিংবা কম্পিউটার টি ভাইরাসে আক্রান্ত হতে পারে।অবাক হওয়ার কিছু নেই,ইলেকট্রনিক ভাইরাস দিয়ে আমাদের ডিভাইস ভাইরাস আক্রান্ত হতে পারে।মানবদেহের ভাইরাস আমাদের ডিভাইসে প্রবেশ করতে পারবে না।

আমাদের মোবাইল কিংবা কম্পিউটার ভাইরাস আক্রান্ত হলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়।যেমন আমাদের ডিভাইসে থাকা তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে,ডিভাইস স্লো হয়ে যায়,বিভিন্ন একাউন্টের আইডি-পাসওয়ার্ড,ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকাররা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে।নিচে আমি ভাইরাস থেকে মোবাইল ও কম্পিউটার রক্ষা করার উপায় শেয়ার করেছি।

ভাইরাস প্রতিরোধে অ্যান্টিভাইরাস

মানবদেহে ভাইরাস প্রবেশ করলে যেমন মানুষ অসুস্থ হয়ে পড়ে,ঠিক তেমনি আমাদের মোবাইল কিংবা কম্পিউটারে ভাইরাস প্রবেশ করলে ডিভাইসগুলো স্লো হয়ে যাওয়ার পাশাপাশি আমাদের ব্যক্তিগত তথ্য হুমকির মুখে পড়ে যায়।ভাইরাস প্রতিরোধে যেমন আমরা অ্যান্টিভাইরাস দিয়ে থাকি,তেমনি আমাদের ডিভাইস গুলোত ভাইরাস আক্রান্ত হলে অ্যান্টিভাইরাস দিয়ে সেগুলো ঠিক করা যায়।

নিচে আমি মোবাইল এবং কম্পিউটারের জন্য বেস্ট ফ্রী অ্যান্টিভাইরাস নিয়ে আলোচনা করবো।

সেরা ১০টি অ্যান্টিভাইরাসের নাম

আমরা আমাদের প্রয়োজনের তাগিদে অনেক কিছু ইন্সটল করে থাকি ইন্টারনেট থেকে।অনেক ওয়েবসাইটে ভাইরাস থাকে।হ্যাকাররা আমাদের ডিভাইস হ্যাক করার জন্য অনেক ভাইরাস ছড়িয়ে দিয়েছে।অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত ফাইল এর ভিতর ভাইরাস দিয়ে আমাদের ডিভাইস হ্যাক করার জন্য।

তাই ইন্টারনেট ব্যবহারকালীন আমাদের ডিভাইস সুরক্ষিত রাখতে আমাদের ডিভাইসে অ্যান্টিভাইরাস ইনস্টল রাখতে হয়।এতে করে ভাইরাস আমাদের ডিভাইসে আক্রমণ করলে অ্যান্টিভাইরাস সাথে সাথে ভাইরাস ডিটেক্ট করে ভাইরাস এর আক্রমণ থেকে আমাদের ডিভাইস সুরক্ষিত রাখতে পারে।তাই আমাদের ডিভাইস সুরিক্ষিত রাখতে প্রয়োজন বেস্ট মোবাইল অ্যান্টিভাইরাস।নিম্নে আমি টপ ১০টি কম্পিউটার অ্যান্টিভাইরাস বা Best Free Antivirus App for Mobile নিয়ে আলোচনা করবো।

1. AVG AntiVirus & Security

Top 10 Antivirus for Android
AVG Antivirus & Security

AVG অ্যান্টিভাইরাসটি সব ধরনের ভাইরাস,ম্যালওয়্যার থেকে আপনার ফোনকে সুরক্ষিত রাখতে সক্ষম।আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন,তবে AVG Antivirus অ্যাপটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন বিনামূল্যে।প্রায় ১০০ মিলিয়ন + মানুষ ইতোমধ্যে এই অ্যান্টিভাইরাস অ্যাপটি ইন্সটল করেছেন।AVG Antivirus অ্যাপটির বর্তমান রেটিং ৪.৮। ৭ মিলিয়ন+ মানুষ এই অ্যাপটিকে রেটিং দিয়েছেন।অ্যাপটিতে আপনি অ্যান্টিভাইরাস সুবিধার পাশাপশি ভিপিএন সুবিধাও পেয়ে যাবেন।

2. Kaspersky Security & VPN

Top 5 Antivirus for Android
Kaspersky Security & VPN

Kaspersky অ্যান্টিভাইরাস টি ব্যবহার করে আপনি আপনার মোবাইল সব ধরনের ম্যালওয়্যার,ভাইরাস থেকে রক্ষা করতে পারবেন।Kaspersky অ্যান্টিভাইরাস অ্যাপটি ইউজ করতে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না।তবে আপনি চাইলে এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে এটি ব্যবহার করতে পারেন। Kaspersky Antivirus অ্যাপটি গুগল প্লে স্টোরে প্রায় ৫০ মিলিয়ন + ইন্সটল হয়েছে।তাছাড়া এটির ৩ মিলিয়ন রেটিং সহ ৪.৭ রেটিং রয়েছে। অ্যাপটি আপনাকে শুধু মাত্র ভাইরাস থেকেই সুরক্ষা দিবে না,সঙ্গে দিবে নেটওয়ার্কের সুরক্ষা।অর্থাৎ আপনি Kaspersky Antivirus এর সাথে ভিপিএন ফ্রী পেয়ে যাবেন।

3. Avast Antivirus and Security

Top 10 Free Antivirus Apps for Android
Avast Antivirus & Security

Avast Antivirus টি অ্যান্ড্রয়েড এবং কম্পিউটারের সকল ধরনের ভাইরাস,ম্যালওয়্যার, র‌্যানসমওয়ার থেকে মোবাইল এবং কম্পিউটার কে সুরক্ষিত রাখবে।Avast Antivirus কে মোবাইলের জন্য সেরা অ্যান্টিভাইরাস বলা যায়।আপনি এটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন ফ্রীতেই।তবে চাইলে এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে প্রিমিয়াম ফিচারগুলো ইউজ করতে পারেন।গুগল প্লে স্টোর থেকে Avast অ্যান্টিভাইরাস ৬ মিলিয়ন রিভিউ সহ ৪.৭ রেটিং সহ ১০০ মিলিয়ন + ইন্সটল হয়েছে।

4. Avira Security Antivirus & VPN

Best free Antivirus apps for Android
Avira Security Antivirus & VPN

আপনি আপনার মোবাইল কিংবা পিসিকে ভাইরাসের অ্যাটাক থেকে রক্ষা করতে Avira Security Antivirus & VPN অ্যাপটি ব্যবহার করতে পারেন।এটিতে আপনি অ্যান্টিভাইরাস এবং ভিপিএন উভয় সুবিধা পেয়ে যাবেন।গুগল প্লে স্টোরে এটি ১০ মিলিয়ন + ইন্সটল হয়েছে।

5. Norton 360 Mobile Security

Top 10 Antivirus for Computer
Norton360 Antivirus & Security

Norton 360 Mobile Security অ্যান্টিভাইরাস অ্যাপটি আপনি আপনার মোবাইল এবং পিসি উভয় ডিভাইসে ব্যবহার করতে পারবেন।অ্যান্ড্রয়েড ফোনের জন্য Norton 360 Mobile Security অ্যান্টিভাইরাস অ্যাপটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন।গুগল প্লে স্টোরে এটি ৫০ মিলিয়ন + ইন্সটল হয়েছে। রেটিং রয়েছে ১ মিলিয়ন+ ।  

This Post is gonna be updated!

আমাদের শেষ কথা

আজকের এই পোস্টে আমি মোবাইলের জন্য সেরা ৫টি অ্যান্টিভাইরাস অ্যাপ শেয়ার করেছি।যেগুলো ব্যবহার করে আপনি আপনার মোবাইল এবং কম্পিউটার কে সব ধরনের ভাইরাস ও ম্যালওয়্যার থেকে সুরক্ষা দিবে।কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
Hey there! I'm Farhan, a Web Designer, Graphic Designer as well as a Content Creator. I love to Redesign and create interesting things.

Post a Comment

© Blogpen. All rights reserved. Developed by Templates