আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড লাইভ খেলা কবে এবং পরিসংখ্যান

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে ডিসেম্বর ১.....

ফিফা বিশ্বকাপ ২০২২

ফিফা বিশ্বকাপ ২০২২ কে ঘিরে প্রতিটি দেশে উত্তেজনা বেড়ে উঠেছে।প্রতি ৪ বছর পর পর ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।এত সময় পর অনুষ্ঠিত হয় বলেই এই বিশ্বকাপকে ঘিরে এত উন্মাদনা,উত্তেজনা।আর্জেন্টিনা,ব্রাজিল,জার্মানি,ফ্রান্স, স্পেন, মরক্কো, নেদারল্যান্ড,পোল্যান্ড, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ইউএসএ সহ অনেক দেশ এই বিশ্বকাপ ২০২২ এ অংশগ্রহণ করেছে।

গ্রুপ পর্বের খেলা শেষে Round of 16 অর্থাৎ Knock out ম্যাচ এ ১৬টি দলের মাঝে ৮টি দল কোয়ালিফাই হয়েছে।কোয়ালিফাই হওয়া ৮টি দলের মাঝে কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে আজকে December 09,2022 থেকে।নক আউট ম্যাচে কোয়ালিফাই হয়ে কোয়ার্টার ফাইনালে গেছে ৮টি দল।তার মাঝে আর্জেন্টিনা,ব্রাজিল,ক্রোয়েশিয়া,নেদারল্যান্ড,মরক্কো,পর্তুগাল সহ আরো ২টি দল রয়েছে।এই পোস্টে আমি আর্জেন্টিনা vs নেদারল্যান্ড দলের খেলা কখন এবং কবে শুরু হবে সেই বিষয়ে আলোচনা করবো।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড খেলা কবে ?

argentina vs nedarlands fifa world cup 2022
Argentina vs Nedarlands Quarter Final

আপনি যদি না জেনে থাকেন যে আর্জেন্টিনা vs নেদারল্যান্ডস খেলা কখন শুরু হবে তবে এই পোস্টে আমি সেটা বলবো।আগামীকাল ডিসেম্বর ১০,২০২২ এ আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস এর খেলা শুরু হবে রাত ০১:০০ টায়।অর্থাৎ আজ ডিসেম্বর ০৯,২০২২ রাত ১২:০০ টার পরে রাত ০১:০০ টায় আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড ম্যাচ খেলা শুরু হবে।

আর্জেন্টিনার খেলা কবে ?

আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে হেরে গিয়ে পরবর্তী ২ ম্যাচ পোল্যান্ড এবং মাক্সিকো এর সাথে জিতে Round of 16 অর্থাৎ Knock out ম্যাচ এ খেলার জন্য কোয়ালিফাই হয়েছিলো।অতঃপর নক আউট ম্যাচে অস্ট্রেলিয়া এর সাথে খেলে ২-১ গোলে আর্জেন্টিনা জয়লাভ করে।এই জয়লাভের মাধ্যমে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলার জন্য কোয়ালিফাই হয়ে যায়।

কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথম খেলা শুরু হবে আজ ডিসেম্বর ০৯,২০২২ তারিখ থেকে।কোয়ার্টার ফাইনাল ম্যাচের দ্বিতীয় ম্যাচ আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড এর।আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড এর কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামীকাল ডিসেম্বর ১০,২০২২ এ অনুষ্ঠিত হবে।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড খেলা কবে ?


আপনি যদি আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড ফিফা বিশ্বকাপ ২০২২ এর কোয়ার্টার ফাইনাল ম্যাচের সময়সূচি জানতে চান তবে সঠিক জায়গায় এসেছেন।আর্জেন্টিনা vs নেদারল্যান্ড ফিফা বিশ্বকাপ ২০২২ খেলা শুরু হবে আজ ডিসেম্বর ০৯,২০২২ রাত ১২ টার পর ডিসেম্বর ১০,২০২২ তারিখে রাত ০১:০০ টায়।

নেদারল্যান্ড বনাম আর্জেন্টিনা হেড টু হেড

নেদারল্যান্ড বনাম আর্জেন্টিনা হেড টু হেড খেলা হয়েছিলো ৫ বার।আজ অব্দি এই ২ দলের ৫ বার খেলা অনুষ্ঠিত হওয়ার পর আর্জেন্টিনা ২ বার জয়লাভ করেছিলো এবং নেদারল্যান্ড ২ বার জয়লাভ করেছিলো,এবং ১টি ম্যাচ ড্র হয়েছিলো।আর্জেন্টিনা ১৯৭৮ এবং ২০১৪ সালের ওয়ার্ল্ড কাপ ম্যাচে নেদারল্যান্ড এর বিপক্ষে জয়লাভ করেছিলো।

নেদারল্যান্ড আর্জেন্টিনার বিপক্ষে ১৯৭৪ এবং ১৯৯৮ সালে জয়লাভ করেছিলো।এই দুই দলের Fifa World Cup 2022 এর কোয়ার্টার ফাইনালে আবারও দেখা হবে ডিসেম্বর ১০,২০২২ তারিখে।

Hey there! I'm Farhan, a Web Designer, Graphic Designer as well as a Content Creator. I love to Redesign and create interesting things.

Post a Comment

© Blogpen. All rights reserved. Developed by Templates