এসইও কি?এসইও কিভাবে করতে হয়?

ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে র‌্যাঙ্ক করার জন্য এসইও অনেক গুরুত্বপূর্ণ। এসইও কি এবং কিভাবে করবেন এসব কিছু আলোচনা করেছি এই পোস্টে।
What is SEO in Bangla
What is SEO in Bangla

এসইও কি এই প্রশ্নটা প্রায় সব নতুন ব্লগারের মনেই থাকে।কিংবা যারা ব্লগিং করে না,তাদের মনেই একই প্রশ্নই জাগে।এসইও এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।এটি ডিজিটাল মার্কেটিং এর একটি সেক্টর।যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবপেজগুলো গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে র‌্যাঙ্ক করে থাকি।ব্লগ পোস্টে ভিজিটর পাওয়ার জন্য সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাওয়া অনেক গুরুত্বপূর্ণ।
আজকের এই পোস্টে আমি আলোচনা করবো এসইও কি এবং এসইও কেনো করা হয় এবং সঙ্গে আপনার কেনো এসইও শেখা উচিত।

এসইও কি?

এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সাহায্যে সব ধরনের ওয়েব পেজ গুগলে র‌্যাঙ্ক করে থাকে।আমরা সাধারণত কোনো কিছু জানতে হলে গুগল কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে থাকি।কিন্তু আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে?গুগল এত সব আর্টিকেল পায় কোথায়?কেউ কেউ তো এটা ভেবে বসে যে সব কিছু গুগলের।কিন্তু গুগল শুধু মাত্র একটি সার্চ ইঞ্জিন।যেটি সবগুলো ওয়েবসাইটের পেজগুলো ক্রল করে ইনডেক্স করে।ফলে কেউ যদি ওই ওয়েবপেজে বিদ্যমান কীওয়ার্ড লিখে সার্চ করে,গুগল সেই ওয়েবপেজ সার্চ রেজাল্টে শো করায়।

গুগল কিন্তু এমনি এমনি যেকোনো ওয়েবপেজ সার্চ রেজাল্টে দেখায় না।তার জন্য উক্ত ওয়েবসাইটগুলোকে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয়।গুগলের সার্চ রেজাল্টে নিজেদের ওয়েবপেজ শো করার জন্য যা কিছু করা হয়, সবকিছুই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর অন্তর্ভুক্ত।

কেনো এসইও করা হয়?

আমরা আমাদের ওয়েবসাইট এবং ওয়েবপেজ গুলো গুগলে র‌্যাঙ্ক করার জন্য এসইও করে থাকি।সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার মাধ্যমে আমরা আমদের ওয়েবপেজগুলো গুগল ফার্স্ট র‌্যাঙ্ক এ নিয়ে আসি।যদি আপনি বা আমি কোনো বিষয়ে গুগলে সার্চ দেই,তবে রেজাল্ট পেজে আসা ফার্স্ট পেজের ওয়েবসাইট গুলোই ভিজিট করি।

তেমনি মনে করুন আপনার একটি ওয়েবসাইট আছে।আপনি আপনার ওয়েবসাইটে ব্লগিং টিপস নিয়ে আর্টিকেল লেখেন।তাই কেউ যদি গুগলে ব্লগিং টিপস লিখে সার্চ করে তবে যেনো আপনার ওয়েবসাইটের আর্টিকেল গুলো রেজাল্ট পেজে দেখায় তার জন্য যা যা করতে হয় সবকিছুই এসইও এর অন্তর্ভুক্ত। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যে, কেনো এসইও করা হয়?

এসইও কত প্রকার ও কি কি?

এসইও হলো ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ।এর মাধ্যমে আমরা আমাদের কন্টেন্ট বা প্রোডাক্ট এক্সাক্ট ভিজিটর বা বায়ার দের কাছে পৌঁছাতে পারি।এসইও এর প্রকার অনেক রয়েছে।তবে এই পোস্টে আমি কয়েকটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করবো।

  • টেকনিক্যাল এসইও (Technical SEO)
  • অন-পেজ এসইও (On-Page SEO)
  • কন্টেন্ট এসইও (Content SEO)
  • অফ-পেজ এসইও (Off-Page SEO)
  • লোকাল এসইও (Local SEO)
  • মোবাইল এসইও (Mobile SEO)
  • ই-কমার্স এসইও (E-commerce SEO)

একজন ব্যবসায়ী কেন এসইও শিখবেন?

মনে করুন আপনার একটি ব্যবসায় প্রতিষ্ঠান আছে যেখানে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিংবা সার্ভিস দিয়ে থাকেন।কিন্তু আপনার ব্যবসায় যদি প্রচার না করেন,তবে প্রসার হবে না। কথায় আছে,প্রচারেই প্রসার।তাই আমাদের কোনো ব্যবসায় প্রতিষ্ঠান থাকে,সেটি সম্পর্কে যদি কেউ না জানে,তবে আমাদের ব্যবসায় থেকে কোনো লাভ হবেনা। তাই আমাদের দরকার আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান এর ওয়েবসাইট এসইও করে সার্চ ইঞ্জিনে টপ রেজাল্ট পেজে নিয়ে আসা।এতে করে আমাদের ওয়েবসাইট এবং ব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কে মানুষ ধারণা পাবে।এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ভোক্তা পেয়ে যাবো।

একজন মার্কেটার কেন এসইও শিখবেন?

আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হতে চান কিংবা ডিজিটাল মার্কেটিং করে টাকা ইনকাম করতে চান তবে আপনি ডিজিটাল মার্কেটিং ভালো ভাবে জানতে হবে।আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর এসইও সেক্টর নিয়ে কাজ করেন এবং এসইও সার্ভিস দিয়ে থাকেন,তবে আপনার অবশ্যই এসইও সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে।তবে আপনি আপনার বায়ারদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন।

তাই আপনি যদি অন্যান্য ডিজিটাল মার্কেটারদের মত ডিজিটাল মার্কেটিং করে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান,তবে আপনার এসইও শিখতে হবে।

এসইও কিভাবে করবেন?

এসইও এর সেক্টর আসলে অনেক বড়।এমন না যে আমরা শুরু করলাম আর কিছুদিনের মাঝেই শেষ হয়ে যাবে।এসইও এর বিভিন্ন প্রকারের মাঝে প্রধান ২ প্রকার। অন পেজ এসইও এবং অফ পেজ এসইও।পরবর্তী পোস্টে আমি অন পেজ এসইও এবং অফ পেজ এসইও সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

উপসংহার

আজকের এই পোস্টে আমি এসইও কি এবং কিভাবে এসইও করবেন সঙ্গে এসইও এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি।আপনি যদি এসইও সম্পর্কে জানতে আগ্রহী হন,তবে আশা করি আজকের এই পোস্টটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে।কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন।ধন্যবাদ।
Hey there! I'm Farhan, a Web Designer, Graphic Designer as well as a Content Creator. I love to Redesign and create interesting things.

Post a Comment

© Blogpen. All rights reserved. Developed by Templates