গুগল এডসেন্স কি?গুগল এডসেন্সের থেকে কিভাবে আয় করবেন?

অনলাইনে ইনকাম করার জন্য গুগল অ্যাডসেন্স এর বিকল্প নেই।এখন গুগল অ্যাডসেন্স সোনার হরিণের মতো হয়ে গেছে।অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করতে ....
Google Adsense কী বা এটি দিয়ে লাভ কি সেটা জানতে যদি আপনি আগ্রহী হন তবে সঠিক জায়গায় এসেছেন।আজকের এই ব্লগ পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো গুগল অ্যাডসেন্স কি এবং গুগল অ্যাডসেন্স দিয়ে কিভাবে ইনকাম করা যায়

What is adsense in bangla
What is adsense in bangla

আপনি হয়তো শুনে থাকবেন যে অনেকে ওয়েবসাইট কিংবা ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।কিন্তু কখনো কি মনে প্রশ্ন জাগেনি যে,কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়? কীভাবে অন্যদের মত ওয়েবসাইট কিংবা ইউটিউব থেকে আপনিও টাকা ইনকাম করতে পারবেন সে বিষয়ে আজকে আমি আলোচনা করবো।

যারা ওয়েবসাইট কিংবা ইউটিউব থেকে টাকা ইনকাম করছে তারা অ্যাডসেন্স ব্যবহার করে ইনকাম করছে।ওয়েবসাইটে অ্যাডসেন্সের অ্যাডস এবং ইউটিউব ভিডিও তে অ্যাডসেন্স এর অ্যাডস দেখিয়ে টাকা ইনকাম করে থাকে অনেকে।আপনিও যদি দীর্ঘসময়ের জন্য অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান,তবে অ্যাডসেন্স এর বিকল্প নেই। Google Adsense ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউব যেকোনো জায়গা থেকেই ইনকাম করতে পারবেন।

গুগল এডসেন্স হলো সবথেকে বিশ্বাসী এবং লাভজনক উপায় অনলাইন থেকে টাকা ইনকাম করার পথ।শুধু গুগলের কিছু নিয়ম নীতি মেনে চললেই গুগল অ্যাডসেন্স দিয়ে টাকা ইনকাম করা যায়।এজন্য আপনাকে আগে জানতে হবে গুগল অ্যাডসেন্স কি এবং গুগল অ্যাডসেন্স দিয়ে ইনকাম করার সঠিক পদ্ধতি।

গুগল এডসেন্স কি?

গুগল এডসেন্স হলো গুগলের একটি এডভার্টাইজার প্ল্যাটফর্ম।Advertiser রা তাদের প্রতিষ্ঠান বা পণ্যের বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল অ্যাডসেন্স এর সহায়তা নিয়ে থাকে।এজন্য টাকা গুগলকে বিজ্ঞাপন দেখানোর বিনিময়ে অর্থ প্রদান করে।গুগল কিন্তু উক্ত বিজ্ঞাপন নিজেদের ব্লগে দেখায় না।গুগল অ্যাডসেন্স অন্যান্য ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল এ বিজ্ঞাপন দেখিয়ে থাকে।এর বিনিময়ে পাবলিশার্সদের অর্থাৎ ওয়েবসাইট এর মালিক কিংবা ইউটিউব চ্যানেল এর মালিককে অর্থ দিয়ে থাকে অ্যাডস এ ক্লিক পড়ার উপর ভিত্তি করে।

তাই আপনিও যদি গুগল অ্যাডসেন্স ব্যবহার করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তবে আপনার একটি ইউটিউব চ্যানেল কিংবা ওয়েবসাইট থাকতে হবে।যেখানে আপনি গুগল অ্যাডসেন্স এর অ্যাডস দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

গুগল এডসেন্সের কাজ কি ?

গুগল এডসেন্স Advertiser দের থেকে বিজ্ঞাপন দেখানোর বিনিময়ে অর্থ নিয়ে থাকে। সেখান থেকে পাবলিশার্সদের তাদের ব্লগ কিংবা ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখানো অ্যাডস এর বিনিময়ে অর্থ দিয়ে থাকে।

এখন প্রশ্ন করতেই পারেন যে,এখানে গুগলের লাভ কি?গুগল অ্যাডসেন্স যে এভাবে বিজ্ঞাপন দেখানোর জন্য পাবলিশার্সদের অর্থ প্রদান করে,এতে তার আসলে লাভ কি? গুগলেরও কিন্তু এখানে লাভ আছে।Advertiser দের থেকে নেয়া পুরো অর্থ কিন্তু পাবলিশার্সদের দেয় না।নির্দিষ্ট পরিমাণ অর্থ নিজেদের কাছে রেখে দিয়ে অতঃপর পাবলিশার্সদের অ্যাডস এ ক্লিক এর উপর ভিত্তি করে অর্থ প্রদান করে থাকে।

গুগল এডসেন্স কিভাবে টাকা দেয় ?

যখন আমরা গুগলের শর্তাবলী মেনে আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল সাজানোর পরে তাদের Requirements ফুলফিল করে অ্যাডসেন্সের জন্য এপ্লাই করি এবং অ্যাডসেন্স পেয়ে যাই।তখন অ্যাডসেন্স আমাদের ব্লগ কিংবা ইউটিউবে অ্যাডস দেখানো শুরু করে।আমাদের ওয়েবসাইটের ভিজিটর এবং ইউটিউব ভিডিওর ভিউয়ারদের অ্যাডস এ পড়া ক্লিক থেকে গুগল অ্যাডসেন্স টাকা দিয়ে থাকে।

অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 হয়ে যায় তখন অ্যাডসেন্স থেকে পিন ভেরিফাই করার জন্য চিঠি পাঠিয়ে দেয়।অতঃপর অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 হওয়ার পর প্রথম পেমেন্ট দেয়।পেমেন্ট নেয়ার জন্য আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হয়।ফলে সরাসরি আমদের ব্যাংক অ্যাকাউন্টে গুগল অ্যাডসেন্স থেকে প্রাপ্ত রেমিটেন্স এসে যায়।

এডসেন্সের জন্য এপ্লাই কিভাবে করবো ?

আগেই যেমন আমি বলেছি যে অ্যাডসেন্স পাওয়ার জন্য আমাদের একটি ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল থাকতে হবে।এই ২টির একটিও যদি আপনার থেকে থাকে,তবে Google Adsense এ গিয়ে একাউন্ট খুলে আপনার তথ্য দিয়ে ফর্ম পূরণ করে আপনার ওয়েবসাইট যুক্ত করে দিন।অ্যাডসেন্স রিভিউ করে দেখার পর যদি অ্যাকসেপ্ট করে,তখন আপনি অ্যাডসেন্স এর অ্যাডস দেখিয়ে ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন।

কিংবা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে,আপনি উক্ত চ্যানেলে ৪ হাজার ঘণ্টা watch time এবং ১ হাজার সাবস্ক্রাইবার ১২ মাসের মাঝে কমপ্লিট করতে পারলে অ্যাডসেন্স পেয়ে যাবেন।অ্যাডসেন্স এর জন্য এপ্লাই করার পূর্বে অবশ্যই অ্যাডসেন্স এর নীতিমালা পড়ে নিবেন।নয়তো অ্যাডসেন্স এপ্রুভাল নাও দিতে পারে।

গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা ইনকাম করবেন ?

অ্যাডসেন্স এপ্রুভাল যদি পেয়ে যান তখন আপনাকে অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করার জন্য প্রয়োজন হবে ভিজিটর।ওয়েবসাইটে ভিজিটর না আসলে অ্যাডসেন্সের অ্যাডস এ ক্লিক পড়বে না এবং ইউটিউব ভিডিওতে ভিউ না হলে সেখান থেকেও কোনো টাকা ইনকাম করা সম্ভব নয়।তাই প্রতিনিয়ত আমাদের চ্যানেল কিংবা ওয়েবসাইট এর জন্য কন্টেন্ট বানাতে হবে।

এতে করে আমাদের ব্লগে ভিজিটর আসবে এবং ইউটিউব ভিডিওতে ভিউ আসবে।ফলে অ্যাডস এ ক্লিক পড়বে।সেখান থেকেই আমরা ইনকাম করতে পারবো।যতবেশি মানুষ আপনার চ্যানেলের ভিডিও দেখবে ততবেশি অ্যাডস এ ক্লিক পড়বে এবং ততবেশি ইনকাম হবে। $100 হলেই আপনি প্রথম পেমেন্ট নিতে পারবেন গুগল এডসেন্স থেকে।

উপসংহার

তো এই ছিলো আজকের পোস্ট গুগল অ্যাডসেন্স কি এবং কিভাবে গুগল এডসেন্স দিয়ে টাকা ইনকাম করা যায়।অনলাইন থেকে বিশ্বস্ত উপায়ে টাকা ইনকাম করতে চাইলে গুগল এডসেন্স এর বিকল্প নেই।তাই আপনিও যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তবে গুগল এডসেন্স হলো একমাত্র বিশ্বস্ত উপায়।আপনার ওয়েবসাইট থাকলে এবং সেখানে যদি দৈনিক ভালো পরিমাণ ভিজিটর আসে এডসেন্স ব্যবহার করে আপনি আজ থেকেই ইনকাম করা শুরু করে দিতে পারবেন।আপনার যদি ওয়েবসাইট না থাকে তবে আমার এই ব্লগে ব্লগিং সম্পর্কিত টিপস দেখে একটি ওয়েবসাইট বানিয়ে আজ থেকেই ইনকাম করা শুরু করে দিন।

এডসেন্স সম্পর্কিত সকল তথ্য এই পোস্টে তুলে ধরার চেষ্টা করেছি।যদি কোনো বিষয়ে জানার থাকে তবে মন্তব্য করে জানাবেন।ব্লগিং টিপস , ব্লগার স্ক্রিপ্ট , এসইও টিপস , টেকনোলজি আপডেট পেতে আমার এই ব্লগটি বুকমার্ক করে রাখুন।পোস্ট সম্পর্কে আপনার মতামত জানতে ভুলবেন না।আল্লাহ হাফেজ।
Hey there! I'm Farhan, a Web Designer, Graphic Designer as well as a Content Creator. I love to Redesign and create interesting things.

Post a Comment

© Blogpen. All rights reserved. Developed by Templates